৪২তম বিসিএসের ৩৯৫৭ চিকিৎসককে বিভিন্ন উপজেলায় পদায়ন

অনলাইন ডেস্ক
2022-02-23 21:04:06
৪২তম বিসিএসের ৩৯৫৭ চিকিৎসককে বিভিন্ন উপজেলায় পদায়ন

স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদেরকে দেশের বিভিন্ন উপজেলায় পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

প্রজ্ঞাপনে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২১-৪৩ নং প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত চিকিৎসকদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করবেন। স্ব-স্ব জেলায় সিভিল সার্জনরা তাদের যোগদানপত্র সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সমন্বিত আকারে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করবেন। স্বাস্থ্য অধিদপ্তর যোগদানপত্র পৃষ্ঠাংকন (এনডোর্স) করবে।


আরও দেখুন: