৪২তম বিসিএসের চিকিৎসকদের ওরিয়েন্টশন ২৭ ফেব্রুয়ারি
ওরিয়েন্টশনে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
৪২তম বিসিএসে (বিশেষ) নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের ওরিয়েন্টশন প্রোগ্রাম আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ ওরিয়েন্টশনে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পার-২) অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রোববার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় ৪২তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েন্টশন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত থেকে নবনিয়াগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।’
ওরিয়েন্টশন অনুষ্ঠানে নবনিয়াগপ্রাপ্ত চিকিৎসকগণকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব ও তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।