করোনা আপডেটঃ দৈনিক মৃত্যুর হার কমে ৫

Online Desk
2022-02-23 18:43:34
করোনা আপডেটঃ দৈনিক মৃত্যুর হার কমে ৫

আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) করোনা আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের মৃত্যু ও ১ হাজার ৫৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬৮৭ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরও দেখুন: