শহীদ মিনারে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটি

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-21 17:40:12
শহীদ মিনারে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটি

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে কিছুটা শঙ্কা ছিল বিশেষজ্ঞদের। করোনার সংক্রমণ কিছুটা কমে আসলে লোক স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানোর অনুমতি দেয় সরকার। এর পরেও শহীদ মিনারে আগত দর্শনার্থীদের সচেতন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শহীদ মিনারে করোনা সংক্রমণ রোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণে সহযোগিতা করেছে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবকরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটি।

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মাইকিং কার্যক্রম পরিচালনা করে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। এছাড়াও তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।

রেড ক্রিসেন্ট জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রেড ক্রিসেন্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ রেড ক্রিসেন্টের শতাধিক যুব ও স্বেচ্ছাসেবক সদস্য জনসচেতনতামূলক এ বিশেষ কার্যক্রম পরিচালনা করে।

এদিকে, সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক খান মুহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে জুনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মেহ্‌দী হাসান, মৃণাল কান্তি রায় ও ১৫ জন স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।


আরও দেখুন: