বইমেলায় বিএসএমএমইউর ভিসির বই

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-20 16:38:05
বইমেলায় বিএসএমএমইউর ভিসির বই

বইটি বইমেলার হাওলাদার প্রকাশনীর ৩৩৭, ৩৩৮, ৩৩৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিকেল চিকিৎসা শিক্ষার বই।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রখ্যাত এই চক্ষুরোগ বিশেষজ্ঞের লেখা ‘এক্সাইমিনেশন টেকনিকস অ্যান্ড শর্ট কেসেস ফর পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্ট অফ অফথালমোলজি (Examination Techniques & Short Cases For Post-Graduate Student Of Ophthalmology)’- এর মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বইটি বইমেলার হাওলাদার প্রকাশনীর ৩৩৭, ৩৩৮, ৩৩৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

মোজাম্মেল হক বলেন, বইটি অত্যন্ত উঁচুমানের। এটা একটি দুর্লভ বই। আশা করি, বইটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাদৃত হবে। বইয়ের মাধ্যমে লেখকরা চিরদিন বেঁচে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদও তার লেখা ও কর্মের মাধ্যমে চিরদিন বেঁচে থাকবেন।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এক্সাইমিনেশন টেকনিকস অ্যান্ড শর্ট কেসেস ফর পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্ট অফ অফথালমোলজি’ বইটি অন্ধত্ব নিবারণ সংক্রান্ত বিষয় জানতে উচ্চতর মেডিকেল শিক্ষায় অধ্যয়নরতদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইতিমধ্যে মেডিকেল শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে ৮টি বই লিখেছেন তিনি। ‘চেতনায় বঙ্গবন্ধু, মননে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক তার আরেকটি বই প্রকাশ হবে শিগগিরই।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণ, শামসুর নাহার ভূঁইয়া এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: