বিএসএমএমইউতে চালু হচ্ছে বোনম্যারো প্রতিস্থাপন
সভায় উপাচার্য রোগীদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গরূপে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চালুর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) দ্রুত বোনম্যারো প্রতিস্থাপন (ট্রান্সপ্ল্যানটেশন) সেবা চালুর নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন (বিএমটি) নিয়ে এক সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় উপাচার্য রোগীদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গরূপে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চালুর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
সভায় হেমাটোলজি বিভাগের পক্ষ থেকে বিএমটির অগ্রগতি নিয়ে বিস্তারিত উপাচার্যকে জানানো হয়।
এ সময় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।