‘টিকা নিন, সুরক্ষিত থাকুন’

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-17 17:04:49
‘টিকা নিন, সুরক্ষিত থাকুন’

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ যারা টিকা নিয়েছেন, তারা করোনায় আক্রান্ত হলেও সংক্রমণের তীব্রতা কম বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও করোনা টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তথ্য বিশ্লেষণে দেখা যায়, সম্প্রতি যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই করোনার টিকা গ্রহণ করেননি। অন্যদিকে যারা টিকা নিয়েছেন, তারা সংক্রমিত হলেও তাদের সংক্রমণের তীব্রতা অনেক কম। সেই সাথে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।’

এরপর কভিড ভ্যাকসিন গ্রহণ করুন, সুরক্ষিত থাকুন’, বলেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।

দেশে চলমান করোনা টিকাদান কর্মসূচির প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। সেদিন ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিতে আগের মতো জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল ফোনে এসএমএসের দরকার হবে না। কেবলমাত্র মোবাইল নম্বর দিয়ে টিকা নেওয়া যাবে।


আরও দেখুন: