শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-17 14:12:12
শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাবে

করোনাভাইরাস সংক্রমণ কমতে থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাবে। যারা দুই ডোজ টিকা নেয়নি, আপাতত তারা বাসায় থেকে অনলাইনে বা টেলিভিশন দেখে ক্লাস করবে।’

তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। প্রাথমিক বিদ্যালয়েও শ্রেণিকক্ষে পাঠদান দুই সপ্তাহ পর খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে।’

বিশ্ববিদ্যালয়গুলো ক্লাসের জন্য নিজ নিজ ব্যবস্থা নেবে জানিয়ে দীপু মনি বলেন, ‘১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে, তাদেরও টিকাদানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ যত নামতে থাকবে, ততই ক্লাস বাড়বে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের হার ইতিমধ্যে ১২ শতাংশের ঘরে নেমে এসেছে। ১০ থেকে ১৪ দিনের মধ্যে হয়ত তা আরও কমে কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসবে, তখন প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হবে।’

১২ বছরের কম বয়সীদের কীভাবে টিকার আওতায় আনা যায়, সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। এরপর ছুটি বাড়তে বাড়তে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়ে ঠেকে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জাতীয় করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মত দেয়, করোনার সংক্রমণ আবার কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী।

বৈঠক শেষে করোনা পরামর্শক কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘১২ বছর বা তার বেশি বয়সী বাচ্চারা যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই। ১২ বছরের কম বয়সীরা এখন স্কুলে যেতে পারবে না। কারণ তারা দুই ডোজ টিকা নেয়নি।’


আরও দেখুন: