দেশে আরও ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ২০টি মেডিকেল কলেজ হবে

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-14 16:36:21
দেশে আরও ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ২০টি মেডিকেল কলেজ হবে

পুরনো আটটি মেডিকেলে নতুন হোস্টেল নির্মাণ করা হবে

দেশে নতুন করে আরও ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। একই সাথে ২০টি মেডিকেল কলেজও তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নবসংযুক্ত ক্রিটিক্যাল ইউনিউট, ডায়ালাইসিস ইউনিট ও অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এছাড়াও তিনি বলেন, পুরনো আটটি মেডিকেলে নতুন হোস্টেল নির্মাণ করা হবে। সেই সাথে ডায়ালাইসিস সেবায় সাড়ে ছয়শো ডায়ালাইসিস বেড ও সাড়ে ছয়শো আইসিইউ চালু করা হবে।


পুরো হেলথ সেক্টর ডিজিটাইজড হবে। মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট দ্রুতই একনেকে পাস করে বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় ভ্যাকসিন নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টার্গেটের ৮৫ শতাংশ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখনও দশ কোটি টিকা মজুদ আছে। করোনায় মারা যাওয়াদের ৮৫ শতাংশই ভ্যাকসিন নেয়নি উল্লেখ করে তিনি সকলকে ভ্যাকসিনের আওতায় আসার আহ্বান করেন।


আরও দেখুন: