স্কুল-কলেজে ছুটি বাড়ছে না, সায় স্বাস্থ্যমন্ত্রীর

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-12 16:42:03
স্কুল-কলেজে ছুটি বাড়ছে না, সায় স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারি পর স্কুল-কলেজ খুলে দিলে কোনো সমস্যা হবে না

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটি আর বাড়ানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার এ বক্তব্যে সায় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী এ ইঙ্গিত দেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে, আশা করছি সেটা আর বাড়াতে হবে না।’

তিনি বলেন, ‘করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববারের বৈঠকটি দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। কমিটির সাথে পরামর্শ করে আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেওয়া হবে।’

অন্যদিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে গেছে এবং অনেকেই বুস্টার ডোজ নিয়েছে। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারি পর স্কুল-কলেজ খুলে দিলে কোনো সমস্যা হবে না। যদি কোথাও শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা দেখা যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংক্রমণের হার আগের চেয়ে কমে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ খুলছে এবং শিক্ষার্থীরা ক্লাস করছে। আমরা মনে করি, স্কুল-কলেজ খুলে দিলে তেমন কোনো সমস্যা হবে না।’ যেসব শিক্ষার্থী টিকার আওতায় এখনো আসেনি, তাদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।

গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এ ছুটি প্রথমে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জানালেও করোনার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী থাকায় গত ২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ছুটি দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। এ হিসেবে ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।


আরও দেখুন: