প্রথম ডোজ টিকাদানে দেশ মাইলফলকের দ্বারপ্রান্তে

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-06 17:00:03
প্রথম ডোজ টিকাদানে দেশ মাইলফলকের দ্বারপ্রান্তে

দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আজ এ সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে

দেশে করোনার গণটিকা কর্মসূচি শুরু হয়েছিল ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি। ঠিক এক বছরের মাথায় দেশে করোনার প্রথম ডোজ টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে। রোববারই (৬ ফেব্রুয়ারি) টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়াবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আজ এ সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ।

ডা. নাজমুল বলেন, প্রান্তিক, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাকেন্দ্রে যাওয়া ও টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।

সংক্রমণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দুই দিন ধরে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সামগ্রিক করোনা সংক্রমণ নিম্নমুখী, তা এখনো বলার সময় হয়নি। শনাক্তের বিপরীতে এখনো দৈনিক মৃত্যু বেশি হচ্ছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকায় সংক্রমণের প্রবণতা বেশি। তবে এখন ঢাকার হাসপাতালগুলোয় করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা আছে ৫ হাজার ২৫৩। এর মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)।

ডা. নাজমুল আরও বলেন, হাসপাতালগুলোর ওপর মাত্রাতিরিক্ত চাপ এখনো তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার মতো নিয়মগুলো মানলে পরিস্থিতি অনুকূলেই থাকবে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হব।


আরও দেখুন: