মাত্র ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-06 12:29:09
মাত্র ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সেমিনার থেকে এ তথ্য জানানো হয়।

মাত্র ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ-বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা করা যাবে এ হাসপাতালে।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সেমিনার থেকে এ তথ্য জানানো হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যান্সার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না।

তিনি বলেন, আগে ক্যান্সার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাতে ক্যান্সার চিকিৎসা সহজ হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলোজির ব্যবস্থা আছে, এখনতো ব্রাকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনম্যারো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।’

প্রতিষ্ঠানটি জানায়, রেডিওঅ্যাক্টিভ সাস ব্যবহারের ভিত্তিতে করে ব্রাকিথেরাপি দুই রকম আছে। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত। অন্যটি রেডিওনিউক্লিয়াইড় মুক্ত বিকিরণ নিরাপদ ইলেকট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যান্সার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকারিতায় নব দিগন্ত উন্মোচন করেছে।

ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে এক্স-রে রশ্মি দ্বারা নিরাপদে চিকিৎসা করা হয়। এই ধরনের ব্রাকিথেরাপি দ্বারা পার্শ্ববর্তী স্বাস্থ্যবান টিস্যুকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে শরীরের প্রায় যে কোনো স্থানের ক্যান্সার চিকিৎসা করা যায়, যেমন স্তন ক্যান্সার, নন-মেলানোমা চর্ম ক্যানসার, জরায়ুসহ গাইনোকোলজিক্যাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়েটিক, অন্ত্র, পায়ুপথ ও মস্তিষ্কের ক্যান্সার ইত্যাদি।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের কো-অর্ডিনেটর ডা. সামিম উল মওলা, বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার তাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।


আরও দেখুন: