ক্যান্সার প্রতিরোধে সচেতন হতে হবে

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-03 16:14:15
ক্যান্সার প্রতিরোধে সচেতন হতে হবে

আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি- প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সারা দেশে ক্যান্সার দিবসটি পালিত হবে

ক্যান্সার প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজিত বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘ক্যান্সার যাতে না হয় সেজন্য নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দিতে হবে। ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। রোগীদের সেবার পরিধি আরও বৃদ্ধি করা হবে। প্রয়োজনীয় জনবল তৈরি, উন্নত প্রশিক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করাসহ বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সেবার সব অগ্রগতিকে এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার সঙ্গে সংযোজন করা হবে।’

আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি- এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ জানুয়ারি (শুক্রবার) সারা দেশে ক্যান্সার দিবসটি পালিত হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সারের চিকিৎসা এককভাবে করা যায় না। উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বাস্তবায়ন করতে হবে। দিন দিন ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ও সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।


আরও দেখুন: