এসএসসি পাস করেই এমবিবিএস ডাক্তার, করেন অস্ত্রোপচারও!
জালাল প্রায় সাত বছর ধরে নিজেকে এমবিবিএস ও সার্জিক্যাল ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে এমন প্রতারণা করে আসছিলেন।
পড়াশোনায় মাধ্যমিকের গণ্ডি পার হয়েই এমবিবিএস ডাক্তার সেজে চিকিৎসাসেবা দিতেন। নিজ চেম্বারে করতেন অস্ত্রোপচারও।
চট্টগ্রামের বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে মো. জালাল হোসেন (৩৪) নামের এমনই এক ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করে র্যাব।
কলসী দিঘীর পাড় এলাকায় বসবাসকারী এ ব্যক্তির বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, জালাল কলসী দিঘীর পাড়ে আর কে ড্রাগ হাউস নামে একটি দোকানে চেম্বার খুলে চিকিৎসা দিতেন। এমনকি অনেক অস্ত্রোপচারও করতেন তিনি।
জালাল প্রায় সাত বছর ধরে নিজেকে এমবিবিএস ও সার্জিক্যাল ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে এমন প্রতারণা করে আসছিলেন।
র্যাবের অভিযানের সময় তার ডিগ্রিগুলো ভুয়া বলে র্যাবের কাছে জালাল স্বীকার করেছেন। তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে র্যাব জানায়।