বেড়েই চলেছে মৃত্যুহার, ৮০ শতাংশই টিকা নেননি

অনলাইন ডেস্ক
2022-02-01 12:29:11
বেড়েই চলেছে মৃত্যুহার, ৮০ শতাংশই টিকা নেননি

চতুর্থ সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৭ শতাংশ।

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের তুলনায় চতুর্থ সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৭ শতাংশ। মৃত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি।

সোমবার (৩১ জানুয়ারি) দৈনিক করোনা আপডেটে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর এ নিয়ে জানুয়ারি মাসে মোট মৃত্যু ২৮৬। প্রথম সপ্তাহে মৃত্যু হয়েছিল ২৫ জনের। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মারা যান যথাক্রমে ৪২ ও ৭৯ জন। চতুর্থ বা শেষ সপ্তাহে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। তাদের মধ্যে এক ডোজ টিকা নিয়েছিলেন ৬ জন, পূর দুই ডোজ টিকা নিয়েছিলেন ২৩ জন এবং তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছিলেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা করোনারভাইরাসের সংক্রমণ পুরোপুরিভাবে প্রতিরোধ করতে পারবে না। তবে টিকা পাওয়া ব্যক্তি আক্রান্ত হলে উপসর্গের তীব্রতা কম হবে, হাসপাতালে ভর্তির প্রয়োজন কম হবে, মৃত্যুর ঝুঁকি কমবে।

বয়স যাঁদের বেশি এবং যাঁরা অসংক্রামক রোগে (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বক্ষব্যাধি, হৃদ্‌রোগ, কিডনিজনিত রোগ) আক্রান্ত, তাঁদের মৃত্যুঝুঁকি বেশি। সর্বশেষ সপ্তাহে মারা যাওয়া ব্যক্তিদের ৭৬ শতাংশের বয়স ৫১ বছর বা তার বেশি। অন্যদিকে মারা যাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশের উচ্চ রক্তচাপ, ৬২ শতাংশের ডায়াবেটিস এবং ২০ শতাংশের হৃদ্‌রোগ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে কম ভর্তি হচ্ছেন। গত ১০ দিনে এক লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। কিন্তু গতকাল হাসপাতালের সাধারণ শয্যায় ২ হাজার ৫৪৯ জন এবং আইসিইউ শয্যায় ৩৩২ জন রোগী ভর্তি ছিলেন।


আরও দেখুন: