নিউরো মেডিসিনের অন্যতম পথিকৃৎ ডা. দীন মোহাম্মদ

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-30 22:17:17
নিউরো মেডিসিনের অন্যতম পথিকৃৎ ডা. দীন মোহাম্মদ

অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বাংলাদেশে নিউরো মেডিসিন এর অন্যতম পথিকৃৎ ও ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ চিকিৎসা ক্ষেত্রে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলনের সমাপনী পর্বে এ সম্মাননা স্মারক ও বিশেষ সম্মাননা প্রদান করেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন ২৮ জানুয়ারি শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০ টি দেশি বিদেশি প্রতিষ্ঠানে এ সম্মেলনের আয়োজন করে।

অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের জন্য ছয় জন চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া ছয় জন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অধ্যাপক ডা.কাজী দীন মোহাম্মদ বাংলাদেশী একজন চিকিৎসক, অধ্যাপক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৩৭তম অধ্যক্ষ তিনি।

কাজী দীন মোহাম্মদ ফরিদপুর জেলা স্কুল থেকে পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢাকা মেডিকেলের ছাত্র হিসেবে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস হতে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে নিউরোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটাল ম্যাডিসন থেকে ক্লিনিক্যাল নিউরোফিজিওলজির ওপর ফেলোশিপ সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক পদে নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সভাপতি নির্বাচিত হন।

তাঁর ১৮৬-র অধিক গবেষণাপত্র দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নিনস, সিডিসি (আটলান্টা) ইরাসমাস (নেদারল্যান্ডস) ও আইসিডিডিআর,বি এর যৌথ গবেষণা প্রকল্পে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত। তিনি স্ট্রোক, মৃগীরোগ ও স্মৃতিভ্রংশ রোগ সম্পর্কিত সামাজিক গবেষণার প্রধান গবেষক। পারকিনসন্স রোগ ও বিবিধ স্নায়ুক্ষয়ী রোগের গবেষণায় যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় ও নিনস এর যৌথ গবেষণার জ্যেষ্ঠ গবেষক তিনি। গিয়েন-বাড়ৈ সিন্ড্রোমের প্রতিষেধকের সন্ধানে পরিচালিত আন্তর্জাতিক গবেষণার তিনি বাংলাদেশী সহ-গবেষক। এপিলেপসি-বিলিফস এবং মিসবিলিভস তার যৌথ লেখা। ডব্লিউএইচও বুলেটিনসহ অনেক জার্নাল নিবন্ধ প্রকাশিত হয়।

তার সম্মাননার মধ্যে আছে কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস পাকিস্তান থেকে পাওয়া সাম্মানিক এফসিপিএস। তার কর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে ডা. ইব্রাহিম স্মারক স্বর্ণপদক দেওয়া হয়।


আরও দেখুন: