বয়স ৪০ হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-30 12:15:05
বয়স ৪০ হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ

১২ বছরের ঊর্ধ্বে দেশের সবাইকে টিকা দেওয়া হবে

বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা ৫০ থেকে ৪০ বছর করেছে সরকার। রোববার থেকেই ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) মহাখালীর বিসিপিএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের ঊর্ধ্বে দেশের সবাইকে টিকা দেওয়া হবে। ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে। এখন থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে টিকা দেওয়া হবে। জনসন অ্যান্ড জনসনের কিছু টিকা কিছু পাওয়া গেছে। এক ডোজ হওয়ায় এগুলো ভাসমান মানুষকে দেওয়া হবে বলে জানান তিনি।

জাহিদ মালেক আরও বলেন, আশঙ্কাজনকহারে করোনার সংক্রমণ বাড়ছে। ওমিক্রন আসার আগে মৃত্যু ছিল ৩-৪ জন, যা এখন ২০ জনের বেশি। বর্তমান পরিস্থিতিতে কোয়ার্টার পার্সেন্ট আক্রান্ত মানুষের মৃত্যু হলেও ৩০ জনের বেশি হবে। আর অর্ধেকে এলে ৬০ জনে দাঁড়াবে। হাসপাতালে আড়াই থেকে তিন হাজর রোগী ভর্তি আছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন তিনি।

দেশে এ পর্যন্ত ৯ কোটি ৭০ লাখ মানুষকে প্রথম ডোজ, ৬ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। চলতি মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।


আরও দেখুন: