সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতির আবেদন শুরু, যা লাগবে

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-29 14:42:09
সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতির আবেদন শুরু, যা লাগবে

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করা যাবে

বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিতে আগ্রহীদের আবেদন প্রক্রিয়া শনিবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করা যাবে। দেশে বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জনকারী ও ষষ্ঠ গ্রেড প্রাপ্তরা কয়েকটি নির্দেশনা মেনে এ বিষেয়ে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. মো শামিউল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এইচআরএম শাখায় সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।

পদোন্নতির শর্তাবলী ও যেসব কাগজপত্র লাগবে

১. অনলাইনে পুরোনো আবেদনপত্রের হার্ড কপি

২. হালনাগাদ এইচআরএম

৩. ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা

৪. সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রির সনদ এবং উপস্থিত ডিগ্রির বিএমডিসির নিবন্ধনের কপি

৫. এমবিবিএস/বিডিএস ডিগ্রির সনদপত্র এবং বিএমডিসির হালনাগাদ নিবন্ধনের কপি

৬. বর্তমান কর্মস্থলে যোগদানের আদেশ ও যোগদানের কপি

৭. জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতির আদেশ ও যোগদানের কপি

৮. সিনিয়র স্কেল পাসের গেজেট

৯. চাকরি স্থায়ীকরণের আদেশের কপি

১০. চাকরি নিয়মিতকরণের আদেশের কপি

১১. চাকরিতে প্রথম যোগদানের আদেশ ও যোগদানের কপি

১২. চাকরির নিয়োগ প্রজ্ঞাপন/আদেশ

১৩. গত ৫ বছরের এসিআর (২০১৬-২০২০ স্ক্যান করে এসিআর শাখায় জমা দিতে হবে)

ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও দেখুন: