দেশে মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-26 21:20:13
দেশে মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে

ঢাকায় অসংক্রামক রোগ বিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে

দেশে অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে। মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় অসংক্রামক রোগ (এনসিডি) সম্মেলনের প্রথমদিনে বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এনসিডি বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ হচ্ছে। ৬৭ শতাংশ মৃত্যুর জন্য এটি দায়ী। অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান্সার অন্যতম। বাংলাদেশে ২০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ, ১০ শতাংশ ডায়াবেটিস ও ২০ লাখ মানুষ ক্যান্সারে ভোগে।

জীবনযাত্রা, খাদ্যাভাস, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের কারণে প্রতিনিয়ত এনসিডি বাড়ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘এনসিডি প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। রেগুলার চেকআপ ও আর্লি ডিটেকশন এনসিডি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। আর এর জন্য চিকিৎসাসেবা বাড়ানো ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন। দেশের আট বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হচ্ছে। দেশের সব জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস ও আইসিইউ বেড দেয়া হচ্ছে। উপজেলা হাসপাতালসহ দেশের সব হাসপাতালে এনসিডি কর্নার করা হয়েছে।’

সম্মেলনে ভার্চুয়ালি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘অসংক্রামক ব্যাধির কারণে বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশগুলোর জন্য এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক হেলথ কেয়ার পর্যায়ে এই রোগগুলোর চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

সম্মেলনের সাধারণ সম্পাদক ডা. শামীম হায়দার তালুকদার বলেন, ‘৩৫ বছরের উপরে ৫০ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপ আছে। আমাদের দেশে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান্সারসহ কয়েকটি রোগে ৭০ শতাংশ মানুষ মারা যায়। যারা অসংক্রামক রোগে আক্রান্ত তাদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি প্রতিরোধের উপর জোর দিতে হবে। এ প্রতিরোধের জন্য আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলিয়া নাহিদ বলেন, ‘বাংলাদেশের গ্রামাঞ্চলে খুঁজলে দেখা যাবে ৫০ শতাংশ্য জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে। মানুষ ফার্মেসিতে গিয়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করে ওষুধ খাওয়া শুরু করেন, কিন্তু চিকিৎসকের কাছে যান না। এ কারণে দেশে অসংক্রামক ব্যাধি ভয়াবহ আকার ধারণ করেছে।’


আরও দেখুন: