ঢাকায় প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-25 16:34:54
ঢাকায় প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

ঢাকায় প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

বাংলাদেশসহ সারা বিশ্বে অসংক্রামক ব্যাধি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও দিন দিন কমে যাচ্ছে। অসংক্রামক রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে ঢাকায় বসছে প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন।

বুধবার থেকে তিন দিনের এ সম্মেলন হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। সম্মেলনটিতে সহযোগিতা করছে ইউনিসেফ, ইউএনএফপি, ওরবিজ ইন্টারন্যাশনাল, ট্রমা সেন্টার, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল, রেনেটা ফার্মাসিটিক্যাল, নোভিস্থা ফার্মাসিটিক্যাল সহ অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।

সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সহ বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই অসংক্রামক ব্যাধি নিরুপনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরম (বিএনসিডিএফ), বাংলাদেশ ক্লিনিক্যাল রির্সাচ প্লাটফর্ম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরম, আইসিডিডিআরাবি, ব্রাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পপুলার মেডিকেল কলেজসহ ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এর যৌথ উদ্যোগে আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারি সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, এ সম্মেলন বাংলাদেশসহ উন্নয়শীল দেশের জন্য একটা অনন্য উদহারণ তৈরি করবে। সম্মেলন শুধুমাত্র চিকৎসক এবং গবেষকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণও অসংক্রামক রোগ সম্পর্কে জানতে পারবেন।

রাশেদ রাব্বি বলেন, এ সম্মেলন আমাদের পরবর্তী বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিশেষ করে অসংক্রামক রোগ নিয়ে আমাদের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণে কাজ করবে।

সম্মেলনের তৃতীয় দিনে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় জন বিশিষ্ট চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ছয় জন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।


আরও দেখুন: