শতামেক ছাত্রলীগের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-22 17:20:16
শতামেক ছাত্রলীগের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

শতামেক ছাত্রলীগের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) ছাত্রলীগের উদ্যোগে কোভিড-১৯ সচেতনতামূলক পোস্টার ও স্টিকার লাগানো কর্মসূচী এবং কোভিড-১৯ প্রতিরোধী বুথ পুনঃস্থাপিত হয়েছে।

মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা প্রদীপ্ত সাক্ষর জয়ের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন ছাত্রলীগের কর্মীবৃন্দ।

প্রদীপ্ত জানান, ভ্যাক্সিনেশন এবং সামাজিক দূরত্ব-এই দুই উপায়েই কেবলমাত্র করোনার বর্তমান ঢেউকে মোকাবেলা করা সম্ভব। আমরা আজ এই দুটি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ ছাত্রলীগ চলমান মহামারীতে সবসময়ই ছাত্রজনতার পাশে ছিলো, তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। বিগত ডেল্টা ধরনে আমরা করোনা প্রতিরোধী বুথ স্থাপন করি- যা সংক্রমণ কমে যাওয়ার কারণে বন্ধ ছিলো।

শতামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা আব্দুল কাদের এবং গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের অনুপ্রেরণায় আমরা এই বুথটি পুনরায় চালু করেছি।

উল্লেখ্য, টঙ্গীতে অবস্থিত শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালেও শতামেক ছাত্রলীগের উদ্যোগে অনুরূপ একটি বুথ রয়েছে।

তিনি আরও জানান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেলের (এমপি) দিকনির্দেশনায় কোভিড-১৯ এর সূচনালগ্ন থেকে আমরা টেলিমেডিসিন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, গাজীপুর জেলার দৈনন্দিন কোভিড আপডেট প্রদানসহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছি।


আরও দেখুন: