নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা

ডক্টর টিভি রিপোর্ট
2022-01-21 18:40:17
নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা

করোনা আক্রান্ত শিক্ষার্থীদের ইনস্টিটিউটের হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে।

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত শিক্ষার্থীদের ইনস্টিটিউটের হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি শিক্ষার্থীরা পর্যবেক্ষণে রয়েছেন।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ছুটির পর গত মঙ্গলবার ক্যাম্পাসে ফেরেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার শ্রেণিকক্ষে কয়েক শিক্ষার্থীর সর্দি–কাশি দেখা দেয়। ওই দিন ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ৫৬ শিক্ষার্থীর করোনার নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়।

এরপর বৃহস্পতিবার ২১০ জনের নমুনা পরীক্ষায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত হলে ফলে পাঠদান বন্ধ করে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম বলেন, করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই। অল্প কিছুসংখ্যক শিক্ষার্থীর হালকা জ্বর-সর্দি, কাশি ও গলাব্যথা আছে।

তিনি বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের হোস্টেলের আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও দেখুন: