স্ত্রীসহ করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
2022-01-20 13:57:43
স্ত্রীসহ করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

বিএসএমএমইউ-তে ভর্তি আছেন তাঁরা

সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন বিএসএমএমইউ'র ভিসি অধ্যাপক ডা শরফুদ্দিন আহমেদ।

প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ প্রথমে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতির রিপোর্টে করোনা পজিটিভ হলে বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

এদিকে,  প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।


আরও দেখুন: