দেশে সম্প্রতি করোনায় মৃতদের ৮০ শতাংশই টিকা নেননি

তৌহিদুল ইসলাম তারেক
2022-01-17 19:00:51
দেশে সম্প্রতি করোনায় মৃতদের ৮০ শতাংশই টিকা নেননি

সংবাদ সম্মেলন

সম্প্রতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্য ডিজি বলেন, গত কয়েক সপ্তাহে মোট মৃত ব্যক্তিদের ৮০ শতাংশই কোনো টিকা নেননি। তাই জনসাধারণকে টিকা নেওয়ার তাগিদ দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো জটিলতার কারণে টিকার জন্য নিবন্ধন করা না গেলে সরাসরি টিকা কেন্দ্রে গিয়েও টিকা নেওয়া যাবে। এতে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

তিনি আরও জানান, দেশে ওমিক্রণে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও ডেল্টা ভ্যারিয়েন্টের রোগীর সংখ্যাই বেশি।


আরও দেখুন: