‘ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক হতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এক সাথে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘একটি জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ধরন দেখা দিয়েছে। এ ধরন দ্রুত ছড়াচ্ছে, সবাই স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলবেন।’
শেখ হাসিনা বলেন, ‘ওমিক্রন প্রতিরোধে ইতিমধ্যে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। সে নির্দেশনাগুলো সবাই গুরুত্ব দিয়ে মেনে চলবেন।’
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নিবেন। স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।