আড়াই মাস পর মমেকে করোনায় মৃত্যু ৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গত আড়াই মাসে মমেক হাসপাতালের করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছিল।
বুধবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী পাঁচজন। একই দিনে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।