তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে জলবায়ু সেমিনার
সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ সেমিনারের আয়োজন করে মেডিসিন ক্লাব।
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এর কারণে নানাবিধ স্বাস্থ্য সমস্যায় পড়ছে মানুষ। একইসঙ্গে যৌন ও প্রজনন স্বাস্থ্য ব্যাঘাত ঘটছে মারাত্মকভাবে।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আবদুন নকীব জিমি বলেন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তন এবং প্রজনন স্বাস্থ্যে তার প্রভাব সংক্রান্ত সচেতনতা তৈরি করা গেলে সামষ্টিকভাবে সামাজিক পরিবর্তন ঘটানো সম্ভব।
এ সময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরিতে উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সেমিনারে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ গাজীপুরের সাধারণ সম্পাদক ডা. সুশান্ত কুমার, বিএমএ সহ-সভাপতি ডা. মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় প্রতিনিধি প্রদীপ্ত সাক্ষর জয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন শতামেক ইউনিটের সভাপতি ফারহান সাদিক ইসলাম ও সাধারণ সম্পাদক আবিদ মাহমুদ সেজান।