টিকার পরও কুয়েতে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-26 14:12:07
টিকার পরও কুয়েতে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

বেসামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেট দপ্তর

করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেও কুয়েতে প্রবেশের পর ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। রোববার (২৬ ডিসেম্বর) থেকে নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বেসামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেট দপ্তর।

এতে বলা হয়, কুয়েতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনার আরটিপিসিআর টেস্ট করাতে হবে। টেস্টে নেগেটিভ এলে কুয়েতে প্রবেশ করা যাবে। অবশ্যই যাত্রীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে এবং তার সনদ থাকতে হবে। পাসপোর্ট ও টিকার সনদের নাম একই হতে হবে এবং সনদটি কিউআর কোড সংবলিত হতে হবে।

এসব কাগজপত্র ঠিক থাকলে যাত্রীকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে। তবে সেখানে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় দিন তার করোনার আরটিপিসিআর টেস্ট করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আরও দেখুন: