চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ডায়রিয়ার প্রকোপ, বারান্দাতেও রোগী

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-23 16:18:16
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ডায়রিয়ার প্রকোপ, বারান্দাতেও রোগী

দিনে ৫০ থেকে ৬০ শিশুকে হাসপাতালে ভর্তি হচ্ছে

শীতের প্রকোপে চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে শিশুদের ডায়রিয়া আক্রান্তের হার বেড়ে গেছে। দিনে ৫০ থেকে ৬০ শিশুকে হাসপাতালে ভর্তি হচ্ছে।

জেলার ২৫০ শয্যা হাসপাতালে গত কয়েক দিনে এত সংখ্যক রোঘী ভর্তি হয়েছে যে, শয্যায় জায়গা হচ্ছে না। এখন অনেক শিশুকে বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হিমেল হাওয়ায় রোটা ভাইরাসের প্রভাবে শিশুদের ডায়রিয়া আক্রান্তের হার বেড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নাতনিকে (২) নিয়ে আসা নুরনাহার জানান, ওয়ার্ডে কোনো জায়গা পাননি তারা। বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন। সদর উপজেলা থেকে ছেলেকে (৪) নিয়ে আসা মিজানুর রহমান জানান, হাসপাতালে রোগী আর রোগী। এরপরও প্রত্যেক দিন অসংখ্য শিশুকে নিয়ে স্বজনরা আসছেন। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা।

ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ রেহেনা পারভীন জানান, তাদের হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শিশুদের জন্য কোনো শয্যা নেই। অথচ দু-একজন ছাড়া সব রোগীই শিশু। ডায়রিয়া ওয়ার্ডে সর্বোচ্চ ২৪ জনকে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে এখন অন্তত তিন গুণ রোগী ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নতুন ২৭ রোগী ভর্তি হয়েছে। ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনো অর্ধশতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। গত ১০-১৫ দিন ডায়রিয়ার রোগী বাড়ছে বলে জানান তিনি।

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হান বলেন, ‘শীতকালীন রোটা ভাইরাসের প্রভাবে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রত্যেক বছর এ সময়ে ডায়রিয়া বাড়ে। অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মুমিনুল হক বলেন, ‘গত কয়েকদিন ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী বেড়ে গেছে। আমরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি। এটা সত্য ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হাওয়ায় বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে খাবার স্যালাইন ও ওষুধের কোনো সংকট নেই।’


আরও দেখুন: