মালদ্বীপে চিকিৎসক পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-22 13:55:43
মালদ্বীপে চিকিৎসক পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে

যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক-নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের গড়ে তুলতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর অবশ্যই সফল হবে। বর্তমানে মালদ্বীপ ছাড়াও জাপানে চিকিৎসক-নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা রয়েছে। ফলে উভয় দেশে এসব জনবল পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক-নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখবে।


আরও দেখুন: