বাংলাদেশকে আরও ১২ লাখ টিকা উপহার ফ্রান্সের
ডক্টর টিভি রিপোর্ট
2021-12-19 19:02:24
রবিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে ফ্রান্স।
ঢাকার ফ্রান্স দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়েছে।
এদিন সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।
এর আগে গত ২৯ নভেম্বর কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্সের কাছ থেকে ২৬ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পায় বাংলাদেশ।
এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রবিবার দেশে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরীক্ষামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ফলে আগামী দিনগুলোতে দেশে টিকার ব্যাপক চাহিদা দেখা দেবে।