শব্দমান যাচাইয়ে পরিবেশ অধিদপ্তরের চুক্তি সই

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-16 16:58:02
শব্দমান যাচাইয়ে পরিবেশ অধিদপ্তরের চুক্তি সই

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় তিনটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়

দেশের ৬৪টি জেলায় বছরব্যাপী শব্দের মান পরিমাপ ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের সংগে চুক্তিবদ্ধ হলো ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড-বাংলাদেশ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

বুধবার (১৫ ডিসেম্বর) শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় তিনটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারীত্ব মূলক প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবীর, ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী ফরহাদ ইকবাল এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

এই সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  খন্দকার মাহমুদ পাশা, ইকিউএমএস-এর সিনিয়র কনসালট্যান্ট মো. জাহিদুল ইসলাম, সহকারী কনসালট্যান্ট ও রসায়নবিদ আহমেদ যুবায়ের ও ক্যাপস-এর গবেষণা শাখার প্রধান আব্দুল্লাহ আল নাঈম।


আরও দেখুন: