সতর্ক থাকুন, আমরা তৃতীয় ঢেউ চাই না

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-12 16:05:34
সতর্ক থাকুন, আমরা তৃতীয় ঢেউ চাই না

আপনারা টিকা না নিয়ে থাকলে নিয়ে নেবেন। টিকার কোনো অভাব নেই, এখনো হাতে ৪ কোটি ডোজ টিকা আছে

করোনার নতুন ধরন ওমিক্রন আর কারও মধ্যে ছড়ায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘দুই নারী ক্রিকেটারের পর আর কেউ ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়নি। করোনার তৃতীয় ঢেউ যেন না আসে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অক্সিজেন প্লান্ট, শিশু কর্নারসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা তৃতীয় ঢেউ চাই না, সবাইকে খেয়াল রাখতে হবে, দ্বিতীয়টাই যেন শেষ হয়। যে দুজন খেলোয়াড় ওমিক্রনে আক্রান্ত, তারা আইসোলেশনে আছেন, ভালো আছেন। নতুন কারও আক্রান্তের খবর নেই।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আপনারা টিকা না নিয়ে থাকলে নিয়ে নেবেন। টিকার কোনো অভাব নেই, এখনো হাতে ৪ কোটি ডোজ টিকা আছে।’

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ দুটি অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে। তার মধ্যে একটি ঢামেক হাসপাতালে স্থাপন করা হয়েছে, যা প্রতি মিনিটে ১ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে।’

অক্সিজেন প্লান্ট সযত্নে চালানোর নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকের যে অক্সিজেন জেনারেটর উদ্বোধন করব, এটা যেন দীর্ঘদিন চলে, তা খেয়াল রাখতে হবে, যত্নে রাখতে হবে।’

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘দেশে করোনার তৃতীয় ধাপ এসে গেলে, এই অক্সিজেন প্লান্ট করোনা রোগীর চিকিৎসায় সহায়ক হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ না, ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দেশের বন্ধুত্ব পুরোনো ও অটুট। তারই অংশ হিসেবে করোনা মহামারী নতুন প্রকোপ ঠেকানোর অংশ হিসেবে ভারত অক্সিজেন প্লান্ট বসাতে সহায়তা করছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. টিটো মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, শিশু বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ টাবলু, হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অক্সিজেন প্লান্ট উদ্বোধন শেষে বহির্বিভাগের শিশুদের জন্য ‘শিশু কর্নার’ ও পরে মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।


আরও দেখুন: