দুটি বিষয় নিয়ন্ত্রণে থাকলে এড়ানো যায় কিডনি জটিলতা

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-09 20:53:57
দুটি বিষয় নিয়ন্ত্রণে থাকলে এড়ানো যায় কিডনি জটিলতা

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

বিশ্বে প্রতি বছর সাত কোটি মানুষ কিডনি রোগে মারা যায়। বাংলাদেশে এ সংখ্যা ৪০ হাজার। অথচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এবং সতর্ক থাকলে কিডনির জটিলতা এড়ানো সম্ভব।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, কিডনি রোগের প্রধান কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এটাকে প্রতিরোধ, প্রতিকার করা যায় সতর্ক থাকলে।

কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন আর রশীদ বলেন, কিডনি রোগের উপসর্গ প্রাথমিকভাবে বোঝা যায় না। যখন বোঝা যায়, তখন বমি ভাব, ক্ষুধামান্দ্য, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়াসহ নানা উপসর্গ দেখা দেয়।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে কিডনি রোগ প্রতিরোধ করা যায় বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।

১৭তম বার্ষিক কনভেনশন ও বৈজ্ঞানিক সেমিনারের উপলক্ষে কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত সেমিনারের উদ্বোধনীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মুহিবুর রহমান, সহসভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

দুই দিনব্যাপী এই সেমিনার শুক্রবার শেষ হবে। এতে দেশি-বিদেশি চিকিৎসকেরা কিডনি রোগের বিভিন্ন দিক, ডায়াবেটিস রোগের চিকিৎসা, মৃত ব্যক্তির কিডনি থেকে রোগীর শরীরে কিডনি সংযোজনসহ কিডনি রোগের উন্নত চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরবেন।


আরও দেখুন: