রংপুরে ১ লাখ ২৭ হাজার শিশুর ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে

রংপুর প্রতিনিধি
2021-12-08 20:54:57
রংপুরে ১ লাখ ২৭ হাজার শিশুর ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে

১ লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে রংপুর সিটি কর্পোরেশন

দ্বিতীয় রাউন্ডে ১ লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে রংপুর সিটি কর্পোরেশন।

আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন মিঞা।

তিনি বলেন, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে নীল রংয়ের, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এ লক্ষ্যে ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।

করোনা পরিস্থিতিতে সাবইকে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখতেও আহ্বান জানান এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।


আরও দেখুন: