পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ বছর পর অ্যানেস্থেসিয়া মেশিন চালু
ছয় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অ্যানেস্থেসিয়া মেশিন
ছয় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অ্যানেস্থেসিয়া মেশিন। বুধবার (৮ ডিসেম্বর) জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে টনসিল অপারেশন সম্পন্ন হয়েছে।
অপারেশনে সার্জন হিসেবে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (নাক-কান-গলা) ডা. মানব কুমার চৌধুরী ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. সৌমেন বড়ুয়া।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ ডক্টর টিভিকে বলেন, দীর্ঘ দিন অ্যানেস্থেসিয়া মেশিনটি বন্ধ ছিল। আমরা কয়েকবার এ বিষয়ে চাহিদাপত্র দিয়েছি কিন্তু সেটি আসতে কিছুটা দেরি হওয়ায় অন্য খাত-উপখাত থেকে বরাদ্ধ কেটে মেশিনটি সচল করবার চেষ্টা করেছি।
তিনি বলেন, ‘বর্তমানে স্বল্প সময়ে অপারেশন করা যায় এমনসব অপারেশনই আমরা এখানে করতে পারব। রিপেয়ার করা মেশিন হওয়ায় যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, সে কারনে এখনই বড় অপারেশনের দিকে আমরা যাচ্ছি না।’
ডা. সব্যসাচী বলেন, ‘ঊদ্বতন কর্মকর্তাকে নতুন মেশিন স্থাপনের জন্য চাহিদাপত্র দিয়েছি। সেটি না পাওয়া পর্যন্ত সাধারণ ছোট অপারেশন যেমন, টনসিল, ফরেন বডি, নাকের হাড় বৃদ্ধি সেগুলো আমরা অপারেশন করতে পারব। তবে আশা করছি দ্রুতই আমরা বড় অপারেশন করতে সক্ষম হব।’
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় নানা জটিলতা সত্ত্বেও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।