নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি আল্ট্রাসনোগ্রাম চালু

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-07 13:51:32
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি আল্ট্রাসনোগ্রাম চালু

বিনামূল্যে আলট্রাসনোগ্রাম সেবা মাতৃস্বাস্থ্য নিশ্চিতে বড় ভূমিকা রাখবে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতীদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পর্যায়ে এ সেবা উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি।

জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল (ইউএসএফপিএ) ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সিভিল সার্জন বলেন, ‘উপজেলা পর্যায়ে বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু মাতৃস্বাস্থ্য নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ।’

নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সপ্তাহে পরীক্ষামূলক তিন দিন এ সেবা দেওয়া হবে। পরের সপ্তাহ থে‌কে প্রতি‌দিন ওই অঞ্চলের গর্ভবতীরা বিনামূলে সেবাটি নিতে পারবেন।

এ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও নিশ্চিত হবে বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফজলে বারী।

তিনি বলেন, ‘মাতৃস্বাস্থ্য নিয়ে গত দুই বছর চেষ্টা করছি। সব ধরনের টেস্ট এ হাসপাতালে করা গেলেও আল্ট্রাসনোগ্রাম চালু ছিল না। ইউএনএফপিএ এবং সিবিএইচসির সহায়তায় এটি চালু করা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম‌্যান শেখ মোস্তা‌ফিজুর রহমান রঞ্জু, না‌জিরপুর প্রেসক্লাব সভাপ‌তি মো. ছি‌দ্দিকুর রহমান তু‌হিন, মেডিকেল অফিসার ডা. প্রিতিশ বিশ্বাস (গাইনি সার্জন), ডা. এ এইচ এম মোস্তফা কায়সার, ডা. শুভ ওঝা, ডা. অতনু মিত্র, ডা. অশেষ প্রিতম রায়, ডা. ঈশিতা সাধক, ডা. তমালিকা কর্মকার প্রমুখ।


আরও দেখুন: