সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা নিল বিএসএমএমইউ

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-03 17:22:21
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা নিল বিএসএমএমইউ

১০৯টি পদের বিপরীতে ১৪ হাজার ১৭৯ জন নার্স চাকরির জন্য আবেদন করেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল আজই (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ হবে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, মোট ১০৯টি পদের বিপরীতে ১৪ হাজার ১৭৯ জন নার্স চাকরির জন্য আবেদন করেন। ১৩ হাজার ৭৬৮ জন নিয়োগ পরীক্ষার্থীর আবেদন বৈধ বলে গণ্য হয়। তাদের মধ্যে আজ ১২ হাজার ৬৯০ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

এদিকে সকালে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: