চতুর্থ গ্রেড পেলেন স্বাস্থ্যের আরও ৯৯ কর্মকর্তা
চতুর্থ গ্রেড পেলেন স্বাস্থ্যের আরও ৯৯ কর্মকর্তা
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরও ৯৯ কর্মকর্তাকে চতুর্থ গ্রেডে উন্নীত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৯৯ কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত তারিখ হতে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেড (৫০,০০০-৭১,২০০/) মঞ্জুর করা হল।
এর আগে গত রোববার (২৮ নভেম্বর) বিসিএস ক্যাডারের ১১৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে উন্নীত করে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত আর্থিক বিধিবিধান, পরিপত্র, সরকারি আদেশ এবং জাতীয় বেতন স্কেল সংক্রান্ত পরিপত্র অনুসরণ করে কর্মকর্তাদের বকেয়া পরিশোধ করতে হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।