বাংলাদেশ থেকে ৫৯৮ নার্স নেবে কুয়েত

ডক্টর টিভি রিপোর্ট
2021-11-30 14:41:31
বাংলাদেশ থেকে ৫৯৮ নার্স নেবে কুয়েত

বাংলাদেশ থেকে ৫৯৮ নার্স নেবে কুয়েত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটিডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ভিত্তিতে ৫৯৮ জন নার্স নিয়োগ দেবে কুয়েত।

গত সোমবার (২২ নভেম্বর) বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

এতে বলা হয়, ‘কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী নার্সদের প্রাক-যাচাইয়ের মাধ্যমে একটি ডাটাবেইজ প্রস্তুত করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে তাদের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিংকে লিপিবদ্ধ করার জনা অনুরোধ করা হলো।

এর মধ্যে ১২৩ জন বিএসসি নার্স এবং ৪৭৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে।

এতে আরো জানানো হয়, প্রার্থীদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বোয়েসেলের নির্বাচক কমিটির মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের কুয়েতে নার্স হিসাবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে।

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ সর্বমোট ৫২ হাজার ২৫০ টাকা প্রদান করতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে kuwaitcxtboeslEtorial.com এবং বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.gov.bd-এ ভিজিট করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: