নোয়াখালীতে চিকিৎসক হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি এফডিএসআর’র

ডক্টর টিভি রিপোর্ট
2021-11-29 16:38:07
নোয়াখালীতে চিকিৎসক হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি এফডিএসআর’র

নোয়ায়াখালী হাসপাতালে চিকিৎসকের উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি

নোয়ায়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)।

ফাউন্ডেশনের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশের হাসপাতালগুলো আজো চিকিৎসকদের জন্য নিরাপত্তাহীন রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় দরপত্রের শিডিউল ফরম পেতে বিলম্ব হওয়ার অজুহাতে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা অবিলম্বে প্রধান অভিযুক্ত শিহাবউদ্দিন শাহিনসহ সকল সন্ত্রাসীর গ্রেফতার ও বিচার দাবি করছি। পাশাপাশি চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এছাড়া নোয়াখালীর চিকিৎসকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।


আরও দেখুন: