স্বাস্থ্যসেবা সূচকে অক্টোবরে সেরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডক্টর টিভি রিপোর্ট
2021-11-27 14:28:44
স্বাস্থ্যসেবা সূচকে অক্টোবরে সেরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

খুলনা বিভাগের দুটি ও ঢাকা বিবাগের একটি উপজেলার সাথে যৌথভাবে প্রথম হয়েছে

স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণের সূচকে অক্টোবর মাসে প্রথম হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খুলনা বিভাগের দুটি ও ঢাকা বিভাগের একটি উপজেলার সাথে যৌথভাবে প্রথম হয়েছে বরিশাল বিভাগের এ প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশবোর্ডে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোরিং রয়েছে ৩০০ নম্বরের। এর মধ্যে ফ্যাসিলিটি ও অনসাইট মনিটরিং ক্যাটাগরিতে নম্বর দেওয়া হয়েছে। এতে বরিশাল বিভাগে পিরোজুপরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা বিভাগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা বিভাগে যশোরের কেশবপুর ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমান ৭৫ দশমিক ৭৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে।

এ অর্জনের বিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ফজলে বারী জানান, স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিবর্তন আনতে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিমাসেই সেবার ধরন, পরিধি ও স্বাস্থ্যবিষয়ক সব সূচি বিবেচনা করে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে র‍্যাংকিং করে। স্বাস্থ্যসেবা বৃদ্ধির এ প্রচেষ্টা যুগান্তকারী এবং প্রশংসনীয়। অক্টোবরের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে চারটি উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এর মধ্যে খুলনার দুটি, ঢাকার একটি ও বরিশালের একটি উপজেলা আছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্য তিনটি উপজেলার সাথে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। একজন অফিস প্রধান হিসেবে এর চেয়ে খুশির দিন খুব কম-ই হয়।

অন্যান্য তিনটি উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনারা কাজ করে যাচ্ছেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্বাস্থ্য সূচকে পরিবর্তন আনার চেষ্টা করছেন। এজন্য আপনাদের অভিনন্দন।’

ডা. ফজলে বারী নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারী, যাদের অদম্য চেষ্টা বাস্তবে রূপ নিয়েছে তাদের এবং উপজেলার বাসিন্দাদের ধন্যবাদ জানান। একই সাথে সব সময় উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাকে সবোর্চ্চ প্রাধান্য দেওয়ায় পিরোজপুর-১ আসনের এমপি এবং সরকারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমকে বিশেষ ধন্যবাদ দেন তিনি।


আরও দেখুন: