বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সে ২৮ শিক্ষার্থীর যোগদান গৃহীত
বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সে ২৮ শিক্ষার্থীর যোগদান গৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২১ শিক্ষাবর্ষে সার্জারি অনুষদের ডিপ্লোমা কোর্সে ২৮ শিক্ষার্থীদের যোগদান গৃহীত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিএসএমএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বিএসএমএমইউ’র জুলাই-২০২১ শিক্ষাবর্ষের সার্জারি অনুষদের ডিপ্লোমা কোর্সে ২৮ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের নামের পাশে বর্ণিত যোগদান গৃহীত হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল- বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জেনের আগে নামফলক, ভিজিটিং কার্ড কিংবা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।