টিকা পেয়েছে ১ কোটি ৩৪ লাখ স্কুলশিক্ষার্থী

ডক্টর টিভি রিপোর্ট
2021-11-15 17:41:49
টিকা পেয়েছে ১ কোটি ৩৪ লাখ স্কুলশিক্ষার্থী

নতুন ২ কোটিসহ মোট ১১ কোটি টিকা হাতে এসেছে। এর মধ্যে সাড়ে ৮ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছেন বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ কিছুটা বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।’

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বিসিপিএসে করোনার জরুরি টিকা সরবরাহে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘১ কোটি ৩৪ লাখ স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। সারা দেশে এখন পর্যন্ত ১ কোটি মানুষ করোনা পরীক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ২১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে। নতুন করে ২ কোটিসহ মোট ১১ কোটি টিকা হাতে এসেছে। এর মধ্যে সাড়ে ৮ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা পেতে সাড়ে ৬ কোটি মানুষ নিবন্ধন করেছেন।’

জাহিদ মালেক বলেন, ‘করোনার মুখে খাওয়ার একটি ওষুধ আবিষ্কার হয়েছে। তবে এটি টিকার বিকল্প নয়। যাদের করোনার মৃদু উপসর্গ দেখা দেবে, তারা সেবন করবেন। ওষুধটি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনার টিকা উৎপাদনে সব আয়োজন সরকার করে রেখেছে। গোপালগঞ্জে কারখানার জন্য জমি কেনা হয়েছে। একনেকে পাস হলেই সেখানে পুরোদমে কাজ শুরু হবে। ইনসেপ্টা এ কাজ করছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন সোয়া কোটি টিকা রাখার মতো ফ্রিজের সক্ষমতা রয়েছে। বর্তমানে গড়ে দিনে ১৫ লাখ টিকা দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে জানুয়ারিতে ১৬ থেকে ১৭ কোটি টিকা দেওয়া সম্ভব হবে।’

এ সময় মন্ত্রী বাংলাদেশকে চারটি রেফ্রিজারেটর ভ্যান দেওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান। এ ভ্যানগুলোতে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত টিকা সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে ফাইজারের টিকা সংরক্ষণ করা সহজ হবে। এজন্য যুক্তরাষ্ট্র এদেশের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে জানানো হয়।


আরও দেখুন: