অধ্যাপক ডা. মুজিবুরের এফডিএসআরসিপিএস ফেলোশিপ অর্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির কনজারভেটিভ ডেন্ট্রিস্টি অ্যান্ড অ্যান্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস, গ্লাসগো থেকে বিরল সন্মান ফেলোশিপ অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির কনজারভেটিভ ডেন্ট্রিস্টি অ্যান্ড অ্যান্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর ডেন্টাল ফ্যাকাল্টির কো-চেয়ারম্যান ডা. মুজিবুরের এ অর্জন বিএসএমএমইউর ডেন্টাল ফ্যাকাল্টির প্রথম।
দেশের প্রথম ডেন্টাল সার্জারিতে প্রথম এফসিপিএস, এমএস ডিগ্রিসহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জনকারী এই চিকিৎসক সন্ধানীর কেন্দ্রীয় উপদেষ্টা, বাংলাদেশ শিশু ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠার সদস্য।
ডা. মুজিবুর বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, সিদ্ধেশ্বরী সুধী সমাজের সাধারণ সম্পাদক, গ্লোবাল হেলথের প্রতিষ্ঠাতা উপদেষ্ঠাসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত।
তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স এর অধীনে ডেন্টাল সার্জারিতে কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার, এফসিপিএস ও এমসিপিএস ডেন্টাল কোর্সের পরীক্ষক ও মডারেটর।
এছাড়াও তিনি পেশাগত জীবনে কৃতিত্বের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার ফিজিসিয়ান্স রিকোজিশন অ্যাওয়ার্ড-১৯৯৩ এবং সামাজিক কর্মকান্ডের জন্য ‘অনন্যা’ পুরস্কার লাভ করেন।
মেধাবী এই চিকিৎসক ১৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসে যোগদান করে বিভিন্ন উপজেলা, জেলা, মেডিকেল কলেজ ও ডেন্টাল হাসপাতালে সুনামের সঙ্গে চাকরি করেন। বর্তমানে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে কর্মরত ডা. মো. মুজিবুর রহমান।