সিওমেক হাসপাতালে ডিসেম্বরে চালু হচ্ছে ককিয়ার ইমপ্লান্ট
সিওমেক হাসপাতালে ডিসেম্বরে চালু হচ্ছে ককিয়ার ইমপ্লান্ট
সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধী বা জন্মগত মূক ও বধির শিশুদের চিকিৎসায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে আগামী মাস থেকে চালু হচ্ছে ককিয়ার ইমপ্লান্ট (কানের বিশেষ অপারেশন)।
এ প্রকল্পের পরিচালক সিওমেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী মাস থেকে এই অপারেশন চালু হতে পারে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গত বছর অনুদান পাওয়ার কথা জানিয়ে ডা. নাঈম বলেন, ‘প্রাথমিকভাবে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বছর থেকেই হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের অধীনে আলাদা এই ইউনিট স্থাপনের অকাঠামোগত কার্যক্রম শুরু হয়। এ লক্ষ্যে সরঞ্জামাদি প্রস্তুত করা হয়েছে।
ইমপ্লান্টের জন্য অস্ত্রোপচার কক্ষও (ওটি) প্রস্তুত। আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ অপারেশনে যাবো।’