পাঁচ শর্তে নবায়নের অনুমোদন পেল যশোর আদ-দ্বীন মেডিকেল
যশোর আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজ
পাঁচ শর্তে যশোর আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক নবায়নের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে।
রোববার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘নিম্নোক্ত শর্তসমূহ আবশ্যিকভাবে দ্রুত প্রতিপালনের শর্তে বেসরকারি আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’
শর্তসমূহ-
১। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অধিভুক্তি হালনাগাদ করতে হবে।
২। বেড অকুপেন্সি রেট ২০% বৃদ্ধি করতে হবে।
৩। ফার্মাকোলজি বিভাগের দুইজন এবং মাইক্রোবায়োজলজি বিভাগের একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে।
৪। সাতটি টিউটোরিয়াল রুম এবং মিউজিয়াম ও ল্যাব সরঞ্জামের ঘাটতি পূরণ করতে হবে।
৫। লাইব্রেরিতে আরও ৫০টি আসন বৃদ্ধি করাসহ পর্যাপ্ত বই সরবরাহ করতে হবে।