স্কুলশিক্ষার্থীদের টিকাদান ১ নভেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-28 14:53:51
স্কুলশিক্ষার্থীদের টিকাদান ১ নভেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

প্রথমে ঢাকার ১২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থী টিকা পাবে

আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার প্রস্ততি শেষের দিকে। আগামী ১ নভেম্বর থেকে প্রথমে ঢাকার ১২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পরে কেন্দ্র আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। পর্যাপ্ত ফাইজারের টিকা সরকারের হাতে মজুত আছে। এখন ঢাকায় শুরু করে পরে সারা দেশের শিক্ষার্থীদের দেওয়ার ব্যবস্থা করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে। বুধবার সিনোফার্মের ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে মোট টিকা মজুতের পরিমাণ ২ কোটি।’

তিনি আরও বলেন, ‘টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া গণটিকা কার্যক্রমের আওতায় ৮০ লাখ মানুষকে আজ দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন করা হবে।’

এর আগে বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, ‘এখন নিবন্ধন চলছে। খুব শিগগিরই স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হবে। নিবন্ধন কার্যক্রমে আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যেই আমরা টিকা দেওয়া শুরু করতে পারব।’


আরও দেখুন: