জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শয্যা বেড়ে ৪০০

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-27 14:25:37
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শয্যা বেড়ে ৪০০

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল

২০০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীত হলো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে অর্থ বিভাগের সম্মতিতে এ সংক্রান্ত সকল নিয়মকানুন পালন সাপেক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ২০০ থেকে ২০০ বর্ধিত করে ৪০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: