রেড ক্রিসেন্টের মাধ্যমে আসলো সিনোফার্মের ২ লাখ টিকা
বর্তমানে সিনোফার্মের টিকার ওপর নির্ভর করেই বাংলাদেশের গণটিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দেশে পৌঁছেছে সিনোফার্মের তৈরি দুই লাখ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা।
মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে টিকাবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও রেল মন্ত্রণালয়ের সাবেক সচিব ফিরোজ সালাউদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এই ২ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে।
বর্তমানে সিনোফার্মের টিকার ওপর নির্ভর করেই বাংলাদেশের গণটিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
এছাড়া ভারতের সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, ফাইজার ও মডার্নার টিকাও দেওয়া হচ্ছে।
কয়েক দিন আগে চীনের সিনোভ্যাকের ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে। তবে এই টিকা এখনো দেওয়া শুরু হয়নি।